﴾১﴿ সাঈর মধ্যে পায়ে হাঁটা ওয়াজিব, যখন কোন অপারগতা না থাকে ঐ অবস্থায়। (কোন অপারগতা ছাড়া বাহনে চড়ে অথবা হেঁচড়িয়ে হেঁচড়িয়ে সাঈ করলে ‘দম’ ওয়াজিব হবে) [লুবাবুল মানাসিক, ১৭৮ পৃষ্ঠা]
﴾২﴿ সাঈর জন্য পবিত্রতা শর্ত নয়। বরং হায়েজ ও নেফাস চলাকালীন সময়েও মহিলারা সাঈ করতে পারবে। [আলমগীরী, ১ম খন্ড, ২২৭ পৃষ্ঠা]
﴾৩﴿ শরীর ও পোষাক পবিত্র হওয়া এবং ওযু অবস্থা হওয়া মুস্তাহাব। [বাহারে শরীয়াত, ১ম খন্ড, ১১১০ পৃষ্ঠা]
﴾৪﴿ সাঈ শুরু করার সময় প্রথমে ছাফার দোআ পড়বেন, অতঃপর সাঈর নিয়্যত করবেন। সাঈর অনেক কাজ রয়েছে। যেমন: হাজরে আসওয়াদের ইসতিলাম। ছাফা পর্বতে আরোহণ, দোআ করা ইত্যাদি ইত্যাদি। এই সকল কাজের শুরুতে ভাল ভাল নিয়্যত করে নিলে, খুব উত্তম হয়। কমপক্ষে অন্তরে এতটুকু নিয়্যত হওয়া যথেষ্ট যে, সাওয়াব অর্জনের জন্য মূল সাঈর পূর্বের কাজগুলো করছি।
───────────
‘রফিকুল হারামাঈন’ কিতাবের পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটি ডাউনলোড করুন। আরো ইসলামিক কিতাব পেতে এখানে যান।
‘রফিকুল হারামাঈন’ কিতাবের পৃষ্ঠা হতে সংগৃহীত। কিতাবটি ডাউনলোড করুন। আরো ইসলামিক কিতাব পেতে এখানে যান।

0 Comments