আসসালামু আলাইকুম!

আল্লাহ ﷻ এর প্রতি লাখো প্রশংসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং লাখো সালাত ও সালাম বর্ষিত হোক মুস্তফা জানে রহমত, হযরত মুহাম্মদ ﷺ এর উপর।

‘মুসলিম বিশ্ব’ ব্লগে ভিজিট করার জন্য জাযাকুমুল্লাহু খইরান। আশা করছি এই ওয়েবসাইটের মাধ্যমে ইসলামের গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন ও তথ্য পাবেন ইনশা-আল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন আমাদের অপূর্ণ নেক আমলগুলিকে তার হাবীব ﷺ ও তার সলেহীন বান্দাগনের সদকায় কবুল করুক, আমিন।

এই ব্লগে যাদের বই, লিখা, প্রশ্নোত্তর, নেওয়া হয়েছে তাদের জন্য এবং সাইট ডেবলেপারের জন্য দো’আ করবেন।

আর আপনি যদি আমাদের এই ব্লগে কোন ভুলত্রুটি লক্ষ্য করেন বা আমাদেরকে ফিডব্যাক দিতে চান তাহলে আমাদেরকে জানান।