জানাযা কাঁধে নেওয়া ইবাদত। সুন্নাত হচ্ছে: একের পর এক চারটি পায়াকে কাঁধে নেয়া এবং প্রতিবারে দশ কদম করে চলা। পূর্ণ সুন্নাত হচ্ছে: প্রথমে মাথার দিকের ডান পাশ কাঁধে নিবে এরপর ডান পায়ের দিকের ডান পাশ, অতঃপর মাথার দিকের বাম পাশ এবং সর্বশেষে পায়ের দিকের বাম পাশ কাঁধে বহন করবে এবং দশ কদম করে চলবে তাহলে মোট চল্লিশ কদম হবে।
[আলমগিরী, ১ম খন্ড, ১৬২ পৃষ্ঠা]
[বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৮২২ পৃষ্ঠা]
অনেকেই জানাযার শোভাযাত্রায় ঘোষণা করে থাকে যে, দুই কদম করে করে চলুন! তাদের উচিত হচ্ছে এভাবে ঘোষণা করা: “দশ কদম করে চলুন।”
বাচ্চার জানাযা বহন করার পদ্ধতি
ছোট বাচ্চার জানাযাকে যদি এক ব্যক্তি হাতে করে নিয়ে পথ চলে, এতে কোন অসুবিধা নেই আর তাই এক জনের পর অন্যজন করে হাতে নিয়ে পথ চলতে থাকুন। (আলমগিরী, ১ম খন্ড, ১৬২ পৃষ্ঠা) মহিলাগণ (ছোট হোক বা বড়, কারো) জানাযার সাথে যাওয়া না-জায়িয ও নিষিদ্ধ।
[দুররে মুখতার, ৩য় খন্ড, ১৬২ পৃষ্ঠা]
[বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৮২৩ পৃষ্ঠা]
জানাযার নামাযের পর ফিরে আসার মাসয়ালা
যে ব্যক্তি জানাযার সাথে রয়েছে তার জন্য জানাযার নামায আদায় না করে ফিরে আসা উচিত নয়। নামাযের পর মৃত ব্যক্তির অভিভাবকদের কাছ থেকে অনুমতি নিয়ে ফিরে আসতে পারবে আর দাফনের পর অনুমতির প্রয়োজন নেই।
[আলমগীরী, ১ম খন্ড, ১৬৫ পৃষ্ঠা]
স্বামী কি তার স্ত্রীর জানাযার লাশবাহী খাট কাঁধে নিতে পারবে?
স্বামী তার স্ত্রীর জানাযা কাঁধে নিতে পারবে, কবরে নেমে রাখতেও পারবে এবং মুখও দেখতে পারবে। শুধুমাত্র গোসল দেয়া এবং বিনা পর্দায় (আবরণ ব্যতীত) শরীর স্পর্শ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে। [বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৮১২, ৮১৩ পৃষ্ঠা]
__________________________
‘নামাযের আহকাম’ বইয়ের নং পৃষ্ঠা হতে সংগৃহীত। বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরো ইসলামিক বই পেতে এখানে যান।
‘নামাযের আহকাম’ বইয়ের নং পৃষ্ঠা হতে সংগৃহীত। বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরো ইসলামিক বই পেতে এখানে যান।
0 Comments