যার উপর গােসল ফরয হয়েছে, তার নিমােক্ত কাজগুলাে করা হারাম

১) মসজিদে গমন করা, 

২) তাওয়াফ করা, 

৩) পবিত্র কোরআন স্পর্শ করা, 

৪) স্পর্শ না করে মুখস্ত পড়া, (দুররে মুখতার: ১/৩৪৩-৩৪৮ পৃষ্ঠা) 

৫) কোন আয়াত লেখা, 

৬) কোন আয়াতের তাবীয লেখা, 

৭) এরূপ তাবীয বা আংটি স্পর্শ করা বা পরা, যাতে আয়াত বা হুরুফে মুকাত্তা'আত লেখা রয়েছে, তা হারাম। 
(বাহারে শরীয়ত, গোসলের বর্ণনা, ১/৩২৬ পৃষ্ঠা) 

[মোম দ্বারা ভর্তিকারী বা প্লাস্টিক মােড়ানাে কাপড় বা চামড়া ইত্যাদি দ্বারা সেলাই করা তাবীয পড়া বা স্পর্শ করাতে কোন অসুবিধা নেই]





যে অযু বিহীন অবস্থায় রয়েছে, তার জন্য নিমােক্ত কাজগুলাে করা হারাম

১) যে পাত্র বা পেয়ালায় কোন সূরা বা আয়াতে মুবারাকা লেখা হয়, তা অযু বিহীন ও গােসল বিহীন উভয় অবস্থায় স্পর্শ করা হারাম।
(আলমগিরী, কিতাবুত তাহারাত, ১/৩৯ পৃষ্ঠা) 

২) কোরআনে পাকের অনুবাদ বাংলায় হােক বা উর্দুতে হােক অথবা অন্য কোন ভাষায় হােক, তাও পড়া ও স্পর্শ করাতে কোরআনে পাকেরই হুকুম প্রযােজ্য হবে।
(বাহারে শরীয়ত, গােসলের বর্ণনা, ১/৩২৭ পৃষ্ঠা) 

[কিতাব: ইসলামের মৌলিক শিক্ষা: ৩য় অংশ, ১০৩ পৃষ্ঠা, মাকতাবাতুল মদিনা, দাওয়াতে ইসলামী বাংলাদেশ]