কয়েকটি জানাযাকে একত্র করে এক সাথে নামায আদায় করা যাবে। এক্ষেত্রে এটার অনুমতি রয়েছে যে, সবগুলোকে সামনে পিছনে করে রাখবে যেন সব জানাযার সীনা (বুক) ইমামের সোজা সামনে থাকে। অথবা কাতারবন্দী করে রাখবে। অর্থাৎ-একটি জানাযার সোজা পা বরাবর অপরটির মাথা রাখবে এবং দ্বিতীয়টির পা বরাবর তৃতীয়টির মাথা রাখবে। وَعَلٰى هٰذَا الْقِيَاس (অর্থাৎ-এই নিয়মের উপরই পরবর্তীগুলোর অনুমান করুন।) (আলমগিরী, ১ম খন্ড, ১৬৫ পৃষ্ঠা। বাহারে শরীয়াত, ১ম খন্ড, ৮৩৯ পৃষ্ঠা)
__________________________
‘নামাযের আহকাম’ বইয়ের ২৫৫ নং পৃষ্ঠা হতে সংগৃহীত। বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরো ইসলামিক বই পেতে এখানে যান।
‘নামাযের আহকাম’ বইয়ের ২৫৫ নং পৃষ্ঠা হতে সংগৃহীত। বইটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। আরো ইসলামিক বই পেতে এখানে যান।

0 Comments